বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এনআরবি ব্যাংকের শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করা এনআরবি ব্যাংক লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ব্যাংক খাতের কোম্পানি হিসেবে এন ক্যাটাগরিতে লেনদেন হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জ কার্যালয়ে এনআরবি ব্যাংকের তালিকাভুক্তি ও শেয়ার ট্রেডিং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর সাতিক আহমেদ শাহ, এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাকির আমিন চোধুরী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশে বসবাসকারী বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ২৫৫টি এবং প্রবাসী বাংলাদেশি আবেদনকারীরা ২১০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর