বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ উদ্বোধন সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ উদ্বোধন সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান ও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে একটি লোকও নিরক্ষর থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন ও ঘোষণা বাস্তবায়নের প্রতিপাদ্য সামনে রেখে উদ্বোধন করা হয়েছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’। গতকাল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বল্প প্রিমিয়ামের ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা; নীতিটি সর্বপ্রথম ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় সেনাবাহিনী পরিচালিত ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে বিমার আওতায় সুরক্ষিত করতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার উদ্যোগ নেওয়া হয়। যা শিক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, অ্যাডজুটেন্ট জেনারেলসহ ঊর্ধŸতন সামরিক কর্মকর্তা, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সামরিক ও আধা-সামরিক বাহিনী পরিচালিত বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর