বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১-২ বছরের ৫৪% শিশু ডায়রিয়ায় আক্রান্ত

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

এক থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সর্বোচ্চ ৫৪ শতাংশ। তাছাড়া তিন থেকে চার বছর বয়সী শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ৮ শতাংশ এবং চার থেকে পাঁচ বছর বয়সী শিশু আক্রান্ত হচ্ছে ৬  শতাংশ। সংক্রামিত শিশুর মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের (সিআইএনসি) প্রভাষক জাবেদ হোসেনের ‘পাঁচ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া ব্যবস্থাপনাসংক্রান্ত তাদের মায়ের জ্ঞান এবং অনুশীলনের মূল্যায়ন’ শীর্ষক গবষেণায় এসব তথ্য উঠে আসে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশুরোগ বিভাগে আসা ৫০ জন মায়ের (যাদের পাঁচ বছরের কম বয়সী শিশুর ডায়রিয়া ছিল) ওপর গবেষণাটি পরিচালিত হয়। আগামীকাল গবেষণাটি প্রকাশ করা হবে। সিআইএনসির প্রভাষক জাবেদ হোসেন বলেন, শিশুদের ডায়রিয়াকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাই তাদের নিরাপদ পানি পান করা, উন্নত স্যানিটেশন ব্যবহার করা, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, সন্তানকে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানো, কাঁচা বা কম সিদ্ধ মাংস-মাছ না খাওয়া, কাঁচা ফল, শাকসবজি খোসা ছাড়ানো ছাড়া না খাওয়া। তাছাড়া কীভাবে সংক্রমণ ছড়ায় সে সম্পর্কে স্বাস্থ্যশিক্ষা গ্রহণ করতে হবে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, ডায়রিয়া রোগ বেশির ভাগ দেশে শিশুর অসুস্থতা এবং মৃত্যুর প্রধান কারণ। মায়ের জ্ঞান এবং অনুশীলন ডায়রিয়া রোগের সংঘটন বা ফলাফলের গুরুত্বপূর্ণ নির্ধারক। দেশে ডায়রিয়া এখনো একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা। তাই একটি সুস্থ জাতি গঠনে সবাইকে ডায়রিয়া রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর