বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঐতিহ্যের নকশিকাঁথা প্রদর্শন নেভি এ্যাংকরেজ স্কুলে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঐতিহ্যের নকশিকাঁথা প্রদর্শন নেভি এ্যাংকরেজ স্কুলে

দেশি সংস্কৃতির ওপর ভিত্তি করে মনোমুগ্ধকর ‘ঐতিহ্যের নকশিকাঁথা’ ডিসপ্লে (প্রদর্শন) গতকাল বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে এই ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এর আগে রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। পরে তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। শিক্ষার্থীরা চারটি হাউসে বিভক্ত হয়ে ৪৬টি প্রতিযেগিতায় অংশ নেয়। বিপুল সংখ্যক অতিথি ডিসপ্লে উপভোগ করেন।

 

 

সর্বশেষ খবর