বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিদ্যুতের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়

-ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ভুল নীতি এবং দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এর দায় সাধারণ জনগণ নেবে না। দেশের প্রখ্যাত জ্বালানি বিশেষজ্ঞদের মতামত, দাম না বাড়িয়ে বরং দক্ষ ব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব। গতকাল রাজধানীর কলাবাগানে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। এম এ আউয়াল আরও বলেন, সমন্বয়ের নামে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের ওপর আরেক দফা আর্থিক চাপ তৈরি করবে। উৎপাদিত পণ্যমূল্য বৃদ্ধি পাবে। বিশেষ করে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে; যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং জনজীবনে সংকট তৈরি করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর