বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৬৬ কিমি সড়কে এলইডি বাতি লাগাবে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরজুড়ে ৬৬ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপন কাজের উদ্বোধন করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বিকালে কোর্ট বিল্ডিংয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কভিড-১৯ রিকভারি প্রজেক্টের আওতায় প্রথম পর্যায়ে নগরীর ৬৬ কিমি. রাস্তায় এলইডি বাতি স্থাপনের কাজের উদ্বোধন করেন মেয়র।      

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, নূর মোস্তফা টিনু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিকের বিদ্যুৎ উপবিভাগের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ প্রমুখ। মেয়র বলেন, আমি পুরো নগরীকে আলোকায়নের উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে পুরো নগরীকে আলোকায়ন করা হবে। এ ছাড়া আলোকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে নান্দনিকতায়ও। প্রজাপতি ও নৌকার আদলে বাতি দিয়ে শহরের রাতের সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর