শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১০ টাকায় দেড় হাজার টাকার বাজার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

১০ টাকায় দেড় হাজার টাকার বাজার

মাহে রমজান সামনে রেখে বরিশালে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় রোজার বাজারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারা ২০০ পরিবারকে চাল, ডাল, ছোলা, ভোজ্য তেলসহ ১০ ধরনের নিত্যপণ্য দিয়েছে মাত্র ১০ টাকা প্রতীকী মূল্যে। প্রায় দেড় হাজার টাকার পণ্য ১০ টাকায় কিনতে পেরে খুশি অসহায় দুস্থরা। বরিশাল নগরীর মহিলা ক্লাবে গতকাল সকালে ১০ টাকার রোজার বাজারের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সংগঠনের বোর্ড সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। বাজারে ১ লিটার সয়াবিন তেলের দাম ১৮০ টাকা হলেও রোজার বাজারে ১ টাকা প্রতীকী মূল্যে ১ লিটার সয়াবিন তেল পেয়েছেন সুবিধাবঞ্চিতরা। একইভাবে ২০০ টাকা কেজির ব্রয়লার মুরগি ১ টাকা, ১ ডজন ডিম ১ টাকা এবং ফ্যামিলি সাইজের নুডলস ১ টাকা প্রতীকী মূল্যে কিনতে পেরেছেন তারা। ভোজ্য তেল, চাল, ডাল, ছোলা, লবণ, ডিম, মাছ, সবজি, নুডলসসহ ১৮ ধরনের পণ্যের সমাহর ছিল রোজার বাজারে। এর মধ্যে ১০ টাকা প্রতীকী মূল্যে ১০টি পণ্য বাছাই করে নিতে পেরেছেন তারা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর