বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাবির প্রবেশপথে স্পিডব্রেকার ও ফুটওভারব্রিজ নির্মাণের দাবি

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মহাসড়ক-সংলগ্ন তিন প্রধান ফটকে স্পিডব্রেকার ও ফুটওভারব্রিজ স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মেহেদী সজীব বলেন, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক পারাপার হয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয়। ইতোমধ্যে অনেকে দুর্ঘটনার কবলেও পড়েছেন। আমরা চাই না রাস্তায় কোনো শিক্ষার্থীর জীবন যাক। তাই অবিলম্বে প্রধান ফটকসহ বিনোদপুর ও কাজলা ফটকের সামনের মহাসড়কে স্পিডব্রেকার ও ওভারব্রিজ নির্মাণ করা হোক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা বেশ কিছু দিন আগেই সড়কে স্পিডব্রেকার তৈরির জন্য সিটি করপোরেশনকে চিঠি দিয়েছি। তাছাড়া চৌদ্দপাই হতে তালাইমারী পর্যন্ত সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিমি নির্ধারণের জন্য হাইওয়ে পুলিশকে জানিয়েছি। কাজগুলো প্রক্রিয়াধীন। আশা করি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

সর্বশেষ খবর