বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাগেরহাটে সড়ক থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকীব আকবর আলীর রক্তাক্ত লাশ সড়কপথ থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে শহরতলির মুনিগঞ্জ সেতু এলাকায় বাগেরহাট-চিতলমারী সড়কের একটি ইটভাটার সামনে থেকে পথচারীরা তাকে উদ্ধার করেন। এরপর বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বাগেরহাট-চিতলমারী আঞ্চলিক মহাসড়কের মুনিগঞ্জ সেতু এলাকায় একটি ইটভাটার কাছে নকীব আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথা, চোখ ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। নিহতের জামাতা অ্যাডভোকেট এনামুল হোসেন জানান, আদালতে মামলার কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন তার শ্বশুর। তার অনেক শত্রু রয়েছে। মোটরসাইকেল চালানো অবস্থায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তাই তিনি দ্রুত তদন্ত করে সত্য উদ্ঘাটনের দাবি জানান। বাগেরহাট সদর থানার ওসি (অপারেশন) সুব্রত কুমার সরদার জানান, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করা হয়েছে।

এটি মোটরসাইকেল দুর্ঘটনা নাকি সন্ত্রাসীদের হামলায় নিহতের ঘটনা- সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

উল্লেখ্য, বিষ্ণুপুর ইউনিয়নে একধিকবার নির্বাচিত চেয়ারম্যান নকীব আকবর আলীর স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে রয়েছে।

সর্বশেষ খবর