শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মাদক আসছে বিকল্প রুটে

আরাকানে সংঘাতের প্রভাব সেন্টমার্টিন ও গভীর সমুদ্রে মাদকের হাতবদল

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

মাদক আসছে বিকল্প রুটে

আরাকান রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের প্রভাব পড়েছে মাদক সাম্রাজ্যে। সীমান্তবর্তী এলাকায় সংঘাতের কারণে মাদকের ট্রানজিট পয়েন্ট টেকনাফের পরিবর্তে বিকল্প রুটে আসছে মাদক। বিভিন্ন সূত্রে জানা গেছে, মিয়ানমার ও বাংলাদেশভিত্তিক মাদক মাফিয়ারা বঙ্গোপসাগর, রাঙামাটি, খাগড়াছড়ি এবং সিলেটের বিভিন্ন রুট ব্যবহার করে আনছে ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ নানা মাদক। মাদকনিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মহানগর উত্তর অঞ্চলের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার আর্মি ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরু হওয়ার পর আরাকান রাজ্যকেন্দ্রিক রুটগুলো দিয়ে মাদক প্রবেশ কার্যত বন্ধ রয়েছে। তবে বঙ্গোপসাগর ও অন্যান্য রুট দিয়ে অধিক হারে মাদক আনছে মাফিয়ারা। সক্রিয় রুটগুলো বন্ধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সামরিক জান্তা ও আরাকান আর্মির সংঘাতের মধ্যেও বিগত যে কোনো সময়ের চেয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশ বেড়েছে। সংঘাতের কারণে টেকনাফ অংশ দিয়ে ইয়াবা আসা কমলেও অন্য রুটগুলো দিয়ে দ্বিগুণ হারে বেড়েছে। এখন মাদকের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বঙ্গোপসাগর, রাঙামাটি এবং খাগড়াছড়ি। মিয়ানমারের শান স্টেট থেকে মাদকের চালান চলে যায় রাখাইনের রাজধানী সিত্তে। সেখান থেকে বিভিন্ন রুট ব্যবহার করে বঙ্গোপসাগরের তীর ধরে মংডু হয়ে সাগর পথে চলে আসে সাগরের বাংলাদেশ সীমান্তে। পরে সেন্টমার্টিন ও গভীর সাগরে মাদকের চালান হাতবদল হয়। পরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকা হয়ে প্রবেশ করে মাদকের চালান। সাগরপথে সান স্টেট থেকে ইয়াবা পাচারের আরেকটি রুট হচ্ছে সান স্টেট-তুয়াঙ্গী-ইয়াঙ্গুন হয়ে নৌপথে সিত্তেই (মিয়ানমার) হয়ে বাংলাদেশের মহেশখালী। একইভাবে সিত্তে রুট ব্যবহার করে বরিশালের উপকূলীয় এলাকায় যায় ইয়াবার চালান। মান্দালে-সাগাইং অঞ্চল-মনেয়া-কালে-মোরে (মণিপুর)-আইজল (মিজোরাম)-পানিসাগর-শিলং-করিমগঞ্জ হয়ে সিলেটের জকিগঞ্জ সীমান্তে মাদক আসে আরেকটা রুটে। এ ছাড়া মিয়ানমারের সান স্টেট-মান্দালয়-মোনিয়া হয়ে ভারতের মিজোরাম রাজ্যের লংতলাই ও সিহা এলাকা হয়ে বাংলাদেশের খাগড়াছড়ি ও রাঙামাটি সীমান্ত এলাকা হয়ে প্রবেশ করছে মাদকের চালান। বঙ্গোপসাগর, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদকের চালান দেশে প্রবেশের পর ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর