শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ প্রতি আসনে লড়ছেন ৩৫ জন

অসদুপায়ের সুযোগ নেই : উপাচার্য

রাবি প্রতিনিধি

৫ থেকে ৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর (এবিসি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ জন। প্রতি আসনে লড়ছেন ৩৫ জন শিক্ষার্থী। এ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, বি ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং সি ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদনের সুযোগ পেয়েছেন। ১ ঘণ্টা সময়সীমায় বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। পরীক্ষা চলাকালে কোনো ভর্তিচ্ছু পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না এবং মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ভর্তি পরীক্ষায় অসদুপায়ের কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জনসংযোগ দফতরের আয়োজনে ভর্তি পরীক্ষাবিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, বিগত সময়ে কিছু অসাধুচক্র ভর্তিচ্ছু কিংবা তাদের অভিভাবকের কাছ থেকে ভর্তির সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এমনকি ভর্তিচ্ছুর অত্যাবশ্যকীয় কাগজপত্র জমাও রাখার পাশাপাশি রেজাল্ট শিটে নাম দেখেই অর্থ দাবি করেছে। অথচ এসব ভর্তিচ্ছু নিজ যোগ্যতায় ভর্তির সুযোগ পেয়েও প্রতারণার শিকার হয়। এ ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ ইউনিট সমন্বয়ক, হল প্রাধ্যক্ষবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর