শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঈদযাত্রায় ট্রেনের বগি বাড়ানো হবে : রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি

ঈদযাত্রায় ট্রেনের বগি বাড়ানো হবে : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মিটিং রয়েছে। সেখানে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সকালে রেলমন্ত্রী রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রায় অনলাইনে টিকিটের পাশাপাশি স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসে এবং দাঁড়িয়ে যাত্রীরা যেতে পারবেন। ঈদকে সামনে রেখে সব সুযোগ-সুবিধাই রাখা হবে। রেলমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজবাড়ীতে এসেছেন। গতকাল সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। সকাল সোয়া ১১টায় তিনি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছান।

 এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেলমন্ত্রী ও তার সহধর্মিণী সাঈদা হকিমকে ফুল দিয়ে বরণ করেন। রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে রাজবাড়ী সার্কিট হাউসে রেলমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর