শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পর্দা নামল চট্টগ্রামের অমর একুশে বইমেলার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পর্দা নামল চট্টগ্রামের বইমেলার। লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হওয়া চট্টগ্রামের অমর একুশে বইমেলা গতকাল শেষ হয়। তবে আজ শনিবারও চলবে বই বিকিকিনি। গতকাল বইমেলা মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মেলার সমাপ্তি হয়। সিআরবির শিরীষতলায় এবারের বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এবার সেরা স্টল হিসেবে অক্ষরবৃত্ত প্রকাশনী প্রথম, বাতিঘর প্রকাশনী দ্বিতীয়, প্রথমা ও বিদ্যানন্দ যৌথভাবে তৃতীয় পুরস্কার অর্জন করে। চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টল বিশেষ পুরস্কার পায়। মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীন দেশ গড়ার ইচ্ছা বাঙালির মনে জন্ম নিয়েছে। অনেক দেশে গিয়েছি। কোনো দেশে ব্যবসাপ্রতিষ্ঠানের সাইন বোর্ড কেবল বিদেশি কোনো ভাষায় লিখতে দেখিনি।

 আমরা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। তবে, ভাষাপ্রেমের চেতনা যেন আমাদের অনেকের মাঝে কমে গেছে। আমি কিছুটা হতাশাবোধ করতাম। তবে, এবার বইমেলায় তরুণদের যে সাড়া দেখেছি তাতে আমি আশাবাদী।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অমর একুশে বইমেলার আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় মুক্তিযোদ্ধা সংসদের প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী। বক্তব্য রাখেন সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আলী প্র?য়াস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর