শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মুসল্লির ঢল খুলনা জেলা ইজতেমায় বৃহত্তম জুমার নামাজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তাবলিগ জামাতের আয়োজনে খুলনায় ময়ূরী আবাসিক মাঠে জেলা ইজতেমায় লাখো মুসল্লির ব্যস্ত সময় কাটছে বয়ান, তালিম তাশকিল ও জিকির-আসগারে। গতকাল ইজতেমায় বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। আশপাশের এলাকার মানুষ দলে দলে যোগ দেন জুমার জামাতে। নামাজে ইমামতি করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. ইব্রাহিম সালেহ। বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বাস-ট্রাক পিকআপ, রিকশাভ্যান, মোটরসাইকেলে বা পায়ে হেঁটে ইজতেমা ময়দানে আসেন। স্থানীয়রা বলছেন, খুলনায় জুমার জামাতে এত মানুষ কখনই দেখা যায়নি।

 দেশের মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের ৪১ জন মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সিটি করপোরেশন, জনস্বাস্থ্য, ওয়াসা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পল্লী বিদ্যুৎ কাজ করছে। বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমা আজ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর