শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে ৫০টি আসন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তিতে ৫০টি আসন বেড়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪২তম সভা এবং সিন্ডিকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত হয়। ৫০টি আসন বৃদ্ধির ফলে ববির ছয়টি অনুষদের ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০টি। চলতি শিক্ষাবর্ষেই বর্ধিত আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সল মাহমুদ রুমি জানিয়েছেন। উল্লেখ্য, ২০১১-১২ শিক্ষাবর্ষে ছয়টি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ববির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালে আসন সংখ্যা ছিল মাত্র ৬২০টি। এরপর থেকে ধারাবাহিকভাবে আসন সংখ্যা বেড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর