শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
মানববন্ধনে প্রসঙ্গ আগুন

বেইলি রোডের মতো ভিড় দগ্ধদের সেবার জন্য না হওয়াটা দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল এক মানববন্ধনে বক্তারা আগুনে দগ্ধদের সেবা প্রসঙ্গে বলেছেন, বেইলি রোডে ভয়াবহ আগুন দেখতে যেরকম ভিড় হয়েছিল, দগ্ধ মানুষের সেবায় হাসপাতালে ভিড় দেখা যায়নি, এটা খুবই দুঃখজনক। ১৫ বছরে মানুষের প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মতো কাজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধনে বক্তৃতাকালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গায়ের জোরে তিনবার জিতেছেন। একবার পরাজিত হলেই সবকিছু কড়ায় গণ্ডায় আদায় করে নেওয়া হবে। সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মান্না বলেন- প্রতিবাদ করা যদি ছাড়েন, তাহলে আপনাদের জীবন আরও দুর্বিষহ হবে। তিনি বলেন, দেশে কোনো ভোট হয়নি। কিন্তু সরকারি দল বলছে, এতো ভোট ’৭৫-এর পরে আর কখনো হয়নি। ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি। তারা বলছে, ‘মানুষ প্রাণ খুলে ভোট দিয়েছে। আমরা একটা নির্বাচিত সরকার।’ এই মিথ্যাচার এখন চলছে দেশে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর