সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ব্যাংকের এমডি নিয়োগে মূল্যায়ন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ/পুনর্নিয়োগ-বিষয়ক একটি মূল্যায়ন কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। চার সদস্যের এই কমিটির সভাপতি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গর্ভনর। এ ছাড়াও সদস্য রয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২ এর পরিচালক। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকের এমডি বা সিইও হিসেবে ব্যাংকের মনোনীত ব্যক্তি/ব্যক্তিগণের যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা, বয়স ও নেতৃত্বের গুণাবলির বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে তাঁর/তাঁদের সাক্ষাৎকার গ্রহণ করবে এই কমিটি। এমডি হিসেবে নিয়োগের বিষয়ে এই কমিটির ইতিবাচক সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাঁর নিযুক্তি বা পুনঃনিযুক্তির অনুমোদন প্রদান করবে। মনোনীত ব্যক্তির যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলির বিষয় কমিটির নিকট ইতিবাচক ও গ্রহণযোগ্য মর্মে বিবেচিত না হলে নিয়োগের অনুমোদন না দেওয়ার কারণ লিপিবদ্ধ করে পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানকে অবহিত করা হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদের অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণার্থে এ সার্কুলার জারির পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় সার্কুলারের বিষয়বস্তু নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যপত্র উপস্থাপন করতে হবে। এ ছাড়া এ সার্কুলারটি ব্যাংকের সব কর্মকর্তার নজরে আনার ব্যবস্থা করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

সর্বশেষ খবর