সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে : খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খেটে খাওয়া সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের মানুষ আজ গভীর অর্থনৈতিক সংকটে আছে। আসছে রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। গণমাধ্যমে পাঠানো গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুজিবুর রহমান হামিদী বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। তিনি বলেন, অসহনীয় এ পরিস্থিতি দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে তৈরি হয়েছে।

সর্বশেষ খবর