সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সপ্তাহের প্রথম দিনে দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে দরপতন শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। সেই সঙ্গে কমেছে  লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। দাম কমেছে ২৪২টি প্রতিষ্ঠানের। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে নেমে গেছে। সবকটি মূল্যসূচক কমলেও  লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯১৬ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন  বেড়েছে ৬৫ কোটি ১৩ লাখ টাকা। এ লেনদেনে শীর্ষে ছিল ফু-ওয়াং সিরামিকসের শেয়ার। কোম্পানিটির ৫২  কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৪৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দাম বেড়েছে। দাম কমেছে ১২৬টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।  লেনদেন হয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকা।

সর্বশেষ খবর