সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স সহজ করার তাগিদ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যসেবা খাতকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। এ ছাড়া দীর্ঘসূত্রতা হ্রাস এবং লাইসেন্সসমূহের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান তারা। গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বেসরকারি ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিকেল ইক্যুইপমেন্টস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই আহ্বান জানান খাতটির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, স্থানীয় বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের রপ্তানি বাজার ধরতে দেশেই মেডিকেল যন্ত্রপাতির কারখানা স্থাপন এবং দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা। সভায় এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেও বেসরকারি ক্লিনিক ও হাসপাতালসমূহ পেশাদারিত্বের সঙ্গে মানুষকে সেবা দিচ্ছে। স্বাস্থ্যসেবার আরও মান উন্নয়ন এবং শৃঙ্খলা নিশ্চিতে এই খাতের সুনির্দিষ্ট সমস্যাগুলো তুলে আনুন। প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে এফবিসিসিআই সুনির্দিষ্ট ইস্যুগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।

এ সময় এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, প্রয়োজনের তাগিদেই বড় শহর থেকে শুরু করে জেলা, উপজেলা পর্যায়েও বেসরকারি উদ্যোগে ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এগুলো অনেকটা ইনফর্মালভাবে গড়ে উঠেছে। তাদেরকে ধাপে ধাপে ফর্মাল ওয়েতে নিয়ে আসতে হবে। এসব প্রতিষ্ঠানসমূহকে বন্ধ না করে, তাদের ত্রুটি সংশোধন ও মান উন্নয়নে সময় নির্ধারণ করে দেওয়া উচিত।

সর্বশেষ খবর