মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

খাতুনগঞ্জে ছয় প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রমজান সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে নগরীর খাতুনগঞ্জের ছয় প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। প্রতীক দত্ত বলেন, ‘বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের এলসি পর্যালোচনা করে দেখা যায় শুল্কসহ এলাচের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা হতে পারে। সেখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ৩ হাজার টাকায়। এ ছাড়া বেশ কিছু মসলা আমদানির অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। আমরা দাম বৃদ্ধির কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। অভিযানে কিছু প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয়েছে।’

জেলা প্রশাসন সূত্র জানান, মূল্য তালিকা না থাকা, কেনাবেচার রসিদ না রাখার দায়ে মদিনা ট্রেডার্সকে ১০ হাজার, আজমীর ভান্ডারকে ৩ হাজার, ফারুক ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরাসরি ডিও/এসও বিক্রির দায়ে ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার, দ্বীন অ্যান্ড কোম্পানিকে ৫ হাজার এবং এলাচের বৃহত্তম আমদানিকারক মেসার্স আবু মোহাম্মদ অ্যান্ড কোম্পানিকে আমদানি মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর