মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

টঙ্গীতে চার হাসপাতালে অভিযান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চারটি অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব-১এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১ এর  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে গতকাল সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় গড়ে ওঠা মাইশা জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা, সেবা হাসপাতালকে ৫০ হাজার টাকা, ফাতেমা জেনারেল হাসপাতালকে ৮০ হাজার টাকা, নিউলাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফ এম আহসানউল্লাহ উপস্থিত ছিলেন। অভিযান শেষে র?্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান নাজুক। অসাধু ব্যবসায়ীরা টঙ্গীতে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে। এ ব?্যাপারে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ-এর সঙ্গে যোগাযোগ করলে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর