মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গত বছর জুন পর্যন্ত মেট্রোরেলের আয় ১৮ কোটি টাকা : কাদের

নিজস্ব প্রতিবেদক

গত বছর জুন পর্যন্ত মেট্রোরেলের আয় ১৮ কোটি টাকা : কাদের

মেট্রোরেল চালু হওয়ার পর থেকে গত বছর জুন পর্যন্ত মোট আয় হয়েছে ১৮,২৮,০৬,৫১৪ টাকা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। ওবায়দুল কাদের বলেন, গত ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখ উত্তরা উত্তর হতে আগারগাঁও পর্যন্ত অংশ এবং গত ০৪ নভেম্বর, ২০২৩ তারিখ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেছেন। এখন শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ০৭.১০ মিনিট থেকে রাত ০৮.৪০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বাণিজ্যিকভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করছে। অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থ-বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী চলতি বছর জুন মাস পর্যন্ত মোট আয় ১৮,২৮,০৬,৫১৪ (আঠারো কোটি আটাশ লাখ ছয় হাজার পাঁচশত চৌদ্দ) টাকা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে চলতি বছরের প্রথম ছয় মাসে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিত করার জন্য নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি ২৫ ভাগ। আগামী বছর জুন মাসে এই অংশ চালু করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানিয়েছেন, সড়ক পরিবহন আইনের আওতায় দুর্ঘটনায় কবলিতদের জন্য গঠিত তহবিলে থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থদের ৯,৪৪,০০,০০০ টাকার আর্থিক সহায়তার দেওয়া হয়েছে। কাদের বলেন, সড়কে পরিবহন আইন, ২০১৮-এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১৩৩,০০,৯৫,৮৮৮ (একশত তেত্রিশ কোটি পঁচানব্বই হাজার আটশত আটাশি) টাকা জমা পড়েছে এবং ওই তহবিল থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ যাবৎ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৪ জনকে মোট ৯,৪৪,০০,০০০.০০ (নয় কোটি চুয়াল্লিশ লাখ) টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর