মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থী বাড়াতে পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই

খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সহসভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, স্কুলে শিক্ষার্থী বাড়াতে পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা পুনর্বহালের বিকল্প নেই। তিনি বলেন, কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এ দেশের আলেম উলামা ও তাওহিদি জনতা বরদাশত করবে না। মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিজ্ঞপ্তিতে বেফাক সহসভাপতি আরও বলেন, ‘স্কুলে ভর্তির সময়ে নূরানি মাদরাসার ভর্তি কার্যক্রম স্থগিত রাখা আপত্তিকর ও জঘন্য অপপ্রয়াস। এ দেশের কওমি মাদরাসাগুলো মুসলমান দানশীলদের অর্থায়নে চলে। কওমি মাদরাসার শিক্ষা সিলেবাস ও পরিচালনা নিয়ে নাক গলানোর অধিকার কারও নেই।’

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, এ দেশের বেশির ভাগ মানুষ ধর্মপ্রিয়। তারা স্বেচ্ছায় সন্তানদের জেনে বুঝেই মাদরাসায় ভর্তি করাচ্ছেন।

এ দেশের ধর্মপ্রাণ জনগণ মনে করে স্কুল কলেজের পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার কারণেই অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে না দিয়ে মাদরাসায় দিচ্ছে। স্কুলে ছাত্রছাত্রী কম হওয়ার দায় মাদরাসাগুলো নেবে কেন জাতি জানতে চায়?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর