মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাবি ভর্তি পরীক্ষা কাল, পাঁচ স্তরের নিরাপত্তা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল। এ উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে নিরাপত্তা কাজে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, আইসিটি সেন্টার, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার বাহিনী থাকেবে।

এ ছাড়া সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ভর্তি পরীক্ষা কমিটি, ছাত্র উপদেষ্টা দফতর, হল প্রশাসন, কোয়ান্টাম ফাউন্ডেশনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তৎপর থাকবেন। আগামী ৫ থেকে ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ ভর্তিচ্ছু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর