মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীরা আজও নানা চক্রান্তে লিপ্ত

সংসদে সরকারী দল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। কিন্তু স্বাধীনতাবিরোধীরা আজও নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকারদলীয় সংসদ সদস্যরা। বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, যারা ১৯৭১-এ স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা সে সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা গণহত্যায় মেতেছিল, ধর্ষণ-লুটপাট করে, পাক বাহিনীকে সহায়তা করেছিল তারাই আজও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বার বার দেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করার চেষ্টা করেছে, তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। আর তাদের সঙ্গে যোগ দিয়েছে দেশি-বিদেশি কিছু ষড়যন্ত্রকারী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। ২০০৬-০৭ সালে চারদলীয় জোট সরকারের সর্বশেষ যে বাজেট সেটির আকার ছিল ৬৬ হাজার ৮৩৬ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বাজেট নির্ধারণ করেছে সেটির আকার ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। এই দুই মন্ত্রণালয়ের যে বাজেট সেটি বিএনপি-জামায়াত সরকারের যে জাতীয় বাজেট তার চেয়ে ২০ হাজার কোটি টাকা বেশি। রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনায় অংশ নেন এমপি রাগেবুল আহসান রিপু, অপরাজিতা হক, রোকেয়া সুলতানা, মোফাজ্জল হোসেন চৌধুরী, আ স ম ফিরোজ, শাম্মী আহমেদ, আনোয়ার হোসেন খান, ফরিদুন্নাহার লাইলী, বেদৌরা আহমেদ সালাম, ফারজানা ছাত্তার, মশিউর রহমান মোল্লা, আনার কলি পুতুল, মাহমুদুল হক সায়েম, রুনু জো, শামসুর নাহার, ফারজানা সুমি, ঝর্ণা হাসান, দিলোয়ারা ইউসুফ, জ্বরতী তঞ্চঙ্গ্যা, সংস্কৃত প্রতিমন্ত্রী নাহিদ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর