মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা
দিনভর র‌্যাবের অভিযান

ঢামেকের রক্ত বেচা ৫৮ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশে অভিযান চালিয়ে র‌্যাব ৫৮ রক্ত বেচা দালাল আটক করেছে। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ভাসমান ভবঘুরেদের রক্ত নিয়ে উচ্চ দামে বিক্রি করা হতো রোগীদের কাছে। ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের জিম্মি করে দিনের পর দিন টাকা হাতিয়ে নিত দালালরা। দালাল চক্রের কথায় রোগীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হয়ে খুইয়েছেন সর্বস্ব। এ অবস্থায় গতকাল দিনভর ঢামেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দালাল চক্রের সদস্যরা হাসপাতালের রোগীদের জিম্মি করে সিন্ডিকেট গড়ে তুলেছে। আমরা এক মাস সাদা পোশাকে এখানে কাজ করেছি। যাদের আজ (সোমবার) ধরেছি তাদের ভিডিও ফুটেজ এবং কল রেকর্ড আমাদের কাছে রয়েছে। অভিযানে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) আমাদের তথ্য দিয়ে সহায়তা করেছে। সকাল থেকে দিনভর অভিযানে ৬৫ জনকে আটক করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।’ তিনি আরও বলেন, ‘এ চক্রের সঙ্গে জড়িত হিসেবে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও বেশ কিছু স্টাফের নাম র‌্যাবের হাতে এসেছে। ঢামেকে প্রায় ২০০ দালাল রয়েছে, যারা প্রতিনিয়ত রোগীদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়। হাসপাতালে রোগীদের ধাপে ধাপে টাকা দিতে হয়। তারা দীর্ঘদিন ধরে রোগীদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা একজন ব্লাড ব্যাংক কেন্দ্রিক দালাল ধরেছি। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভয়ংকর কিছু তথ্য পেয়েছি।

যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে ঘুরে বেড়ায়, তাদের রাতের অন্ধকারে নিয়ে এসে কোনোরকম পরীক্ষা ছাড়াই রক্ত নিয়ে নেয় এবং সেগুলো মাছ বহন করার কার্টনে সংরক্ষণ করে পরে উচ্চ দামে রোগীর স্বজনদের কাছে বিক্রি করে।’

এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত দেড় শ থেকে দুই শ জনের তথ্য আমাদের কাছে আছে। আমরা ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর