মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

প্রাথমিক স্কুলে শিক্ষার্থী কমার কারণ শিক্ষা কারিকুলাম

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, প্রাথমিক স্কুলে শিক্ষার্থী কমার কারণ মাদরাসা নয় বরং শিক্ষা কারিকুলাম। শিক্ষা কারিকুলামে ভিনদেশি শিক্ষার অনুপ্রবেশের কারণে প্রাথমিক স্কুলে শিক্ষার্থী কমছে। এর দায়ভার কোনোভাবেই নূরানি মাদরাসা বা কওমি মাদরাসার নয়। গতকাল এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির কওমি-নূরানি মাদরাসা সম্পর্কে শিক্ষামন্ত্রীর মন্তব্যের ব্যাপারে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও ঢেলে সাজানোসহ শিক্ষার মানোন্নয়ন এবং কোরআন শিক্ষার জন্য নূরানি মুয়াল্লিম নিয়োগ দিতে হবে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মুসলিমপ্রধান দেশ হিসেবে অধিকাংশ মানুষের চিন্তাচেতনার আলোকে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে হবে। সেই সঙ্গে শিক্ষার সব অসঙ্গতি দূর করতে হবে।

এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা কারিকুলাম সংশোধনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। দেশের অধিকাংশ মানুষের চিন্তাচেতনাকে পাশ কাটিয়ে চলমান শিক্ষা কারিকুলাম বহাল রেখে কখনো দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক গড়ে তোলা সম্ভব নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর