শিরোনাম
মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চলচ্চিত্র নির্মাণ অনুদানে আরও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও পেশাদারি নিশ্চিত করা হবে। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান দেওয়ার জন্য গঠিত ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় যাতে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়া যায় সে ব্যাপারে সরকার সচেষ্ট।

চলচ্চিত্রসংশ্লিষ্ট দক্ষ ও অভিজ্ঞরা যাতে অনুদানের জন্য বাছাইপ্রক্রিয়ায় যুক্ত হতে পারেন তা-ও নিশ্চিত করতে চায় সরকার।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর