শিরোনাম
বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা
জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভায় বক্তারা

অধিকার নিশ্চিত না হলে মেধাবীরা সাংবাদিকতায় আসবেন না

নিজস্ব প্রতিবেদক

‘সাংবাদিকদের বড় একটি অংশ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। দিন শেষে চিকিৎসা করানোর মতো সামর্থ্যও অনেকের থাকে না। তাদের অকালমৃত্যুতে পরিবার পড়ে যায় চরম অনিশ্চয়তায়। এভাবে চলতে থাকলে কোনো মেধাবী আর এ পেশায় আসবেন না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। ‘প্রাক্তন ছাত্রলীগ সাংবাদিক কোরাম’ প্রয়াত সাংবাদিক লায়েকুজ্জামান এবং আবুল বাশার নুরুর স্মরণে এই দোয়া ও স্মরণসভার আয়োজন করে। লায়েকুজ্জামান এবং আবুল বাশার নুরুর স্মৃতিচারণ করে তাদের সহকর্মী সাংবাদিকরা বলেন, তারা দুজন সারা জীবন সাংবাদিকতার পাশাপাশি প্রগতিশীল চিন্তা-চেতনা ধারণ করে প্রগতিশীল আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। উত্তরসূরিদের মধ্যেও সেই আলো জ্বালানোর চেষ্টা করেছেন। তাদের মধ্যে কোনো দ্বিচারিতা ছিল না। তারা যা সঠিক মনে করতেন সেটিই প্রকাশ করতেন।

স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওমর ফারুক, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ, সাংবাদিক রফিকুল ইসলাম রনি প্রমুখ।

সর্বশেষ খবর