বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্থানীয় ভোট নির্দলীয় করতে চাই আইনের সংশোধন : সুজন

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনব্যবস্থা নির্দলীয় করতে আইন সংশোধন চেয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। গতকাল অনলাইনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তুলনামূলক চিত্র তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের নেতারা এ দাবি জানান। ৯ মার্চ অনুষ্ঠেয় দুই সিটি নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে সিটির ভোটার, দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এক গুচ্ছ আহ্বানও জানিয়েছে সুজন। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা আগেও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার বিপক্ষে ছিলাম। এখন নির্দলীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। আইন সংশোধন করে আগের অবস্থায় ফিরে যাওয়া উচিত। কারণ নির্দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে প্রার্থীর সংখ্যা ও প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়। তিনি বলেন, ক্ষমতাসীনরা এখন দলীয় প্রতীক থেকে সরে এসেছে। কিন্তু কুমিল্লা সিটিতে তারা একজনকে মনোনয়ন দিয়েছে। এতে নির্দলীয় নির্বাচন করার যে সুবিধা পাওয়ার সুযোগ, সেটা ব্যাহত হতে পারে। কারণ দুর্ভাগ্যবশত আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী দলীয় হয়ে গেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর