শিরোনাম
বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : নানক

নিজস্ব প্রতিবেদক

মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : নানক

চলতি পাট মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ মৌসুমে পাটবীজের সংকট হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি।

গতকাল দুপুরে রাজধানীতে বাংলাদেশ  জুট মিলস করপোরেশনের (বিজিএমসি) সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। সেমিনারে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট সচিব মো. আবদুর রউফ। সেমিনারে ‘পাটবীজ উৎপাদনের সম্ভাবনা, সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর