বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জাল ভোট দেওয়ার চেষ্টা করলে ছাড় দেবে না ইসি : রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোনো ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে ছাড় দেবে না নির্বাচন কমিশন (ইসি)। ভোট কেন্দ্রে বড় ধরনের ঘটনা ঘটলে কেন্দ্র বন্ধ করে দিতে পারবে দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তারা। এ ছাড়াও একজনের ভোট অন্যজন দিতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু দুষ্টু লোক আছে যারা কেন্দ্রে ঢুকে ভোট কারচুপির চেষ্টা করবে। এ রকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। গতকাল বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, নির্বাচনে রেজাল্ট সিটে সব প্রার্থীর স্বাক্ষর নেওয়া বাধ্যতামূলক। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর