বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

২৮ এপ্রিল থেকে টানা অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি বিটিসিএল কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরের আগে বিটিসিএলের আত্তীকৃত কর্মচারীদের স্থায়ীকরণপত্র জারি করা না হলে ২৮ এপ্রিল থেকে টানা অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিটিসিএল শ্রমিক-কর্মচারীরা। রাজধানীর ইস্কাটনে বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা। দাবি আদায়ে গতকাল বিটিসিএলে কর্মরত আত্তীকৃত নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা বাংলামোটর থেকে শাহবাগ মূল সড়কে এ মানববন্ধন করেন। এরপর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনও করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি  কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। বক্তারা বলেন, বিটিসিএলে কর্মরত ১৮৫৭ জন সাবেক তালিকাভুক্ত ক্যাজুয়াল কর্মচারী স্থায়ী চাকরির লক্ষ্যে মাস্টাররোলভুক্ত হন। পরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্যদ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫৮৫ জন মাস্টাররোল কর্মচারীর ১২তম গ্রেডে বিলোপযোগ্য পদে আত্তীকরণ করে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্রের শর্তে বলা হয়, শিক্ষানবিশকাল শেষ হলে তারা স্থায়ী হবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর