বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পাঁচ দিন পর উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দিন পর উত্থান শেয়ারবাজারে

পাঁচ দিন পর উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বেড়েছে সবকটি মূল্যসূচক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। দিনের লেনদেন শেষে ডিএসইতে বেড়েছে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। দাম কমেছে ১৫৫টি প্রতিষ্ঠানের। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৬ পয়েন্টে উঠে এসেছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা।

 সে হিসাবে লেনদেন কমেছে ১১৩ কোটি ৩৩ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ফু-ওয়াং সিরামিকসের শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৩১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল আফতাব অটোমোবাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। দাম কমেছে ১০৭টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১২ কোটি ৭৪ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর