বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আইসিসিবিতে ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবিতে) ডেনিম, জিন্স নির্মাতাদের অংশগ্রহণে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’। এতে বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফেব্রিক, ট্রিমস এবং সরঞ্জামকেন্দ্রিক ৫৫০টি বুথে ১৫টিরও অধিক দেশের প্রায় ৪১০টি কোম্পানি অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শো চলবে। শো চলবে শনিবার পর্যন্ত। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে শো-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মো. নূরুজ্জামান, রপ্তানি উন্নয়র ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান, ‘সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক’-এর প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম এবং সিসিপিআইটি টেক্স, চায়নার সেক্রেটারি জেনারেল ঝাং তাও।

অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের কমার্শিয়াল কনসুলেট, বিজিএমইএ, এফবিসিসিআই ও বিকেএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৪-উইনটার এডিশন’ এবং ‘ষষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৪’ শীর্ষক এই শো যৌথভাবে আয়োজন করেছে ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)’ এবং ‘দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর