শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টের খোঁজে সিডিএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টের খোঁজে সিডিএ

চট্টগ্রামে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা করে চলছে হোটেল-রেস্টুরেন্ট। যাদের বিরুদ্ধে আছে আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ বহুতল ভবনে হোটেল-রেস্টুরেন্ট পরিচালনা, ভবনের গাড়ির রাখার জায়গা বা সিঁড়ির নিচে সিলিন্ডার রাখাসহ নানা অভিযোগ। তবে এবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের খোঁজে নেমেছে। সিডিএ’র দুটি অথরাইজড বিভাগ ঝুঁকিপূর্ণ ভবন-স্থাপনার খোঁজে নামে। সোমবার সংস্থাটি এ কাজ শুরু করে। এক সপ্তাহে শেষ হবে এ কাজ। জরিপের প্রতিবেদনমতে আগামীতে উচ্ছেদসহ আইনি ব্যবস্থা নেবে সংস্থাটি। বহুতল ভবনে রেস্টুরেন্ট আছে এমন ভবন খোঁজা হচ্ছে। সিডিএসূত্রে জানা যায়, বর্তমানে নগরে সিডিএ’র অনুমোদিত ভবন আছে ৩ লাখ ৮২ হাজার ১১১টি। তবে এর মধ্যে কী পরিমাণ ভবন অগ্নিঝুঁকিতে আছে সে হিসাব নেই। ইমারত বিধিমালা অনুযায়ী, বহুতল ভবনগুলোয় থাকতে হবে বিকল্প সিঁড়ি, জরুরি বহির্গমন পথ, পর্যাপ্ত ও কার্যকর অগ্নিনির্বাপণ যন্ত্র, আলো-বাতাস প্রবাহের পরিসর, জরুরি প্রস্থান প্রদর্শনকারী দিকচিহ্ন, ২০ মিটার বা এর বেশি উচ্চতায় এক বা একাধিক তলা আছে এমন ভবনে অগ্নিনিরাপদ সিঁড়ি, জরুরি বহির্গমন পথ অন্য কোনো কাজে ব্যবহার না করা, চলাচলের পথ বাধাগ্রস্ত না হওয়ার ব্যবস্থা। সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ১০ তলা থেকে শুরু করে সর্বোচ্চ উচ্চতার ভবনগুলোর জরিপ করব। তবে রেস্টুরেন্ট আছে এমন কম উচ্চতার ভবনও জরিপ করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জরিপ শেষ হবে। এরপর ভবনগুলোর ব্যাপারে ফায়ার সার্ভিসের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, ‘চট্টগ্রাম নগরে কী পরিমাণ স্থাপনা অগ্নিঝুঁকিতে আছে, তা চিহ্নিত করার কাজ চলছে। যেভাবে আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোয় রেস্তোরাঁ বা খাবারের দোকান খোলা হয়েছে, তাতে অগ্নিকান্ডের ঝুঁকি বহুগুণ বেশি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বশেষ খবর