শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকারকে সবকিছুর হিসাব দিতে হবে : ফারুক

নিজস্ব প্রতিবেদক

সরকারকে সবকিছুর হিসাব দিতে হবে : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ১৫ বছর অত্যাচার করেছেন, জেলখানায় ১৫ জনকে মেরে ফেলেছেন, অসংখ্য নেতা-কর্মীকে গুম করেছেন, ২৯ হাজার নেতা-কর্মীকে জেলে পুরেছেন। সব কিছুই আমাদের মনে আছে। সবকিছুর হিসাব সরকারকে দিতে হবে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেনের পরিচালনায় এতে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা, জাগপার যুগ্ম সাধারণ ডা. আওলাদ হোসেন শিল্পী, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর