শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্বস্তি ও আক্ষেপে শেষ রাবির ভর্তি পরীক্ষা

বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার দাবি

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিন ইউনিটে গড় উপস্থিতি ৮৮.২১ শতাংশ। তবে বিভাগীয় শহরে না হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু ও অভিভাবকরা। গতকাল ‘বি’ ইউনিটে পরীক্ষা শেষে এমন দাবি ওঠে। অভিভাবকরা বলছেন, দূরদূরান্ত থেকে এসে এখানে থাকা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা খুবই কষ্টকর। যদিও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবেশ অনেকটা ভালো, প্রশাসন ও শিক্ষার্থীরা অনেক সহযোগিতাপ্রবণ। তবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হলে চাপ অনেকটা কম হতো। আগামীতে এটা কার্যকরের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আগামী বছরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।

জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ৪ হাজার ৪৩৮ আসনের বিপরীতে একক আবেদনকারী ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ জন। এদিকে পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষায় তৎপর ছিল প্রক্টোরিয়াল টিম, আইনশৃঙ্খলাসহ পাঁচ স্তরের নিরাপত্তা বাহিনী। এ ছাড়া অভিভাবক ও ভর্তিচ্ছুদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে কাজ করেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।

 

সর্বশেষ খবর