শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সাহসই বড় সম্পদ : খালিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে দেশে অনেক সংকট ও চ্যালেঞ্জ আছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাহস ও শক্তি এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন ও সম্পদ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য এ সাহস ও শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সদস্যসচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ, মেজর হাফিজুর রহমান (অব.) ও সাংবাদিক শফিকুল করিম সাবু বক্তব্য দেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের প্রধান লক্ষ্য বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে নির্দেশনা সে লক্ষ্যে পৌঁছাতে চাই। এর জন্য আমাদের প্রথম দায়িত্ব সাম্প্রদায়িকতার বিষ উপড়ে ফেলা। এটাকে দমন নয়; যতক্ষণ পর্যন্ত নির্মূল করতে পারব না ততক্ষণ পর্যন্ত মূল লক্ষ্যে পৌঁছাতে পারব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর