শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সাংবাদিকদের জন্য ডেটাবেজ তৈরি হচ্ছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, দেশে কতজন সাংবাদিক রয়েছে এর তালিকা প্রয়োজন। তাই সাংবাদিকদের জন্য ডেটাবেজ তৈরি করা হচ্ছে। গতকাল বেলা ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের কমপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে। আর গ্র্যাজুয়েশন নেই অথচ সাংবাদিকতা করছেন, এমন যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাকেও সাংবাদিক হিসেবে গ্রহণ করা হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের শ্রদ্ধা করতেন। তাই সাংবাদিকতার মান বৃদ্ধির জন্যই প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত) শ্যামল চন্দ্র কর্মকার।

বক্তব্য দেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক গোফরান পলাশসহ সাংবাদিক নেতারা। উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর