শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

চট্টগ্রামে গতকাল বর্ণ্যাঢ্য জয় বাংলা কনসার্টে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস -বাংলাদেশ প্রতিদিন

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। গতকাল প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে এ কনসার্টের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই ও তারুণ্যের প্ল্যাটফরম ইয়ংবাংলা। কনসার্ট ঘিরে দুপুর থেকেই ভিড় জমতে থাকে তরুণদের। বিকাল গড়ানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় এম এ আজিজ স্টেডিয়াম। হাজার হাজার দর্শকের উৎসাহ ও উচ্ছ্বাসে প্রথমবারের মতো চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হলো। বিকাল ৩টায় কনসার্টের শুরুতেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘চল্ চল্ চল্’ দিয়ে পরিবেশনা শুরু করে ব্যান্ডদল তীরন্দাজ। অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখা দর্শক ১২টার পর মাঠে জমায়েত হতে শুরু করে। সন্ধ্যার পর থেকে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন কাজীর দেউড়ি, লালখান বাজার, নেভাল রোডসহ আশপাশ এলাকা লোকারণ্য হয়ে ওঠে। এতে প্রায় সব সড়কে সৃষ্টি হয় যানজট। স্টেডিয়ামের বাইরে স্থাপন করা প্রজেক্টরের মাধ্যমে পথচারীরাও উপভোগ করেন কনসার্ট। সিআরআই কর্মকর্তারা জানান, এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট আয়োজন করা হয়। ঢাকার বাইরে চট্টগ্রামে কনসার্টের বিপুল আবেদন থাকায় এবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তরুণ প্রজন্মকে ঐতিহাসিক ৭ মার্চের সঙ্গে সংযুক্ত করতেই এ আয়োজন। জয় বাংলা কনসার্টে নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়। চট্টগ্রামে আয়োজিত জয় বাংলা কনসার্ট মাতিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, চট্টগ্রামের ব্যান্ডদল তীরন্দাজ ও কার্নিভাল। কনসার্ট শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি প্রচার করা হয় ইয়ং বাংলা ও সিআরআইয়ের অফিশিয়াল পেজে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর