শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জাবিতে রাস্তা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

জাবি প্রতিনিধি

জাবিতে রাস্তা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হল সংলগ্ন রাস্তার মাঝখানের দেওয়াল ভেঙে যাতায়াতের ব্যবস্থা করার দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছে। শহীদ তাজউদ্দীন আহমদ ও শেখ রাসেল হলের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে দুই হলের প্রায় শতাধিক শিক্ষার্থী মিলে তালা লাগিয়ে এ অবরোধ শুরু করেন। পরে বিকাল ৫টার দিকে তালা কেটে উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার সদস্যরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গত বছরের ২৭ জানুয়ারি তাদের হল-সংলগ্ন রাস্তায় একটি স্থায়ী দেওয়াল নির্মাণ করে শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা। দেওয়ালটির কারণে অতিরিক্ত প্রায় ১ কিলোমিটার পথ ঘুরে ক্লাস করতে যাওয়াসহ বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ বিষয়ে শেখ রাসেল হল ছাত্রলীগের সভাপতি জোবায়েদ আশিক বলেন, রাস্তার দেওয়ালটি ভেঙে দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য একাধিকবার লিখিত ও মৌখিকভাবে দাবি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। যার কারণে আমরা শহীদ তাজউদ্দীন আহমদ ও শেখ রাসেল হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করতে বাধ্য হয়েছি। দাবি না মানলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। এদিকে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় রাস্তাটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর