শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শুল্কছাড়ের পরও দাম না কমা অদ্ভুত : ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

সরকার রমজান সামনে রেখে চারটি পণ্যে শুল্ক কমিয়েছে। তার পরও ভোজ্য তেল ছাড়া অন্য পণ্যের দামে তার প্রভাব বাজারে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। বিষয়টিকে ‘অদ্ভুত’ উল্লেখ করে তিনি বলেন, ‘শুল্ক কমিয়ে দিলে তার দাম কমার লাভটা ক্রেতা পায় না, বিক্রেতা পায়, খুব অদ্ভুত বিষয়! যেখানে শুল্ক কমানো হয়েছে, সেখানে কিন্তু দাম কমেনি।’ গত রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকিং’ বিষয়ে তৃতীয় এ কে এন আহমেদ মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আরও বলেন, বাজার এখন মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে। খাদ্যশস্য যথেষ্ট থাকার পরও মূল্যস্ফীতি বৃদ্ধিতে সাধারণ মানুষকে যে যন্ত্রণা পোহাতে হচ্ছে, তার পেছনের মধ্যস্বত্বভোগীদের দায়ী করেন ফরাসউদ্দিন। এজন্য বাজারে তাদের প্রভাব কমাতে সরকারের খাদ্য মজুতের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন। সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ১৯৭৪ সালে আগের বছরের চেয়ে বেশি খাদ্য উৎপাদনের পরও দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখনো এ মধ্যস্বত্বভোগীরা কারসাজি করেছিল। ফরাসউদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকও সংকোচনমূলক মুদ্রানীতিতে টাকার সরবরাহ কমাচ্ছে। দ্রব্যমূল্য কমাতে সরকার আমদানি পর্যায়ে শুল্কছাড় দিচ্ছে। এর মূল্যস্ফীতি কমছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর