শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাবির হলে ছাত্রীকে আটকে মারধরের হুমকি ছাত্রলীগের

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল কক্ষের দরজা আটকে এক ছাত্রীকে হুমকির অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের পাঁচ নেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা হলেন- শাখা ছাত্রলীগের সহসভাপতি তামান্না আক্তার তন্বী, রহমতুন্নেছা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা আশরাফী ওরফে রিমি, ছাত্রলীগ কর্মী লামিয়া ইসরাত, নওরীন শৈলী ও রিয়া। তারা শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থী রোজিনা আক্তার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। জানা গেছে, ভুক্তভোগী রোজিনা আক্তার বেগম রোকেয়া হলের ৩২৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী। তিন মাস আগে বিশেষ সুপারিশে আবাসিকতা ছাড়াই হলের ৩২৩ নম্বর কক্ষে ওঠেন ছাত্রলীগ কর্মী লামিয়া ইসরাত। কিন্তু হলে উঠার তিন মাসে মাত্র ২/৩ দিন তিনি ওই কক্ষে অবস্থান করেন। ছাত্রী হলের প্রচলিত নিয়মানুযায়ী কোনো শিক্ষার্থী নিয়মিত কক্ষে না থাকলে তিনি কোনো অতিথি রাখতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিজের আসনে দুজন পরীক্ষার্থীকে থাকতে দেন লামিয়া। তবে কক্ষে থাকাকালীন ওই দুই অতিথির সঙ্গে রোজিনা (ভুক্তভোগী) অসদাচরণ করেন বলে লামিয়ার কাছে অভিযোগ করেন তারা (অতিথিরা)। অভিযোগের প্রেক্ষিতে সেদিন ছাত্রলীগ নেত্রী ফাতেমা আশরাফী, নওরীন শৈলী ও রিয়াকে নিয়ে কক্ষে প্রবেশ করেন লামিয়া এবং কক্ষের দরজা বন্ধ করে ভুক্তভোগীকে মারধরের হুমকি দিয়ে শাসাতে থাকেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী চিৎকার শুরু করলে আশপাশের কক্ষের কয়েকজন ছাত্রী ঘটনাস্থলে এসে প্রতিবাদ করতে থাকেন। এ সময় ছাত্রলীগ নেত্রীদের সঙ্গে যোগ দেন তামান্না আক্তার তন্বী। তখন শিক্ষার্থীদের ছাত্রলীগ নেতাদের দিয়ে পেটানোর হুমকি দিয়ে কক্ষ ত্যাগ করেন তারা। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই হলে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী হলে প্রবেশ করেন। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন হলের আবাসিক ছাত্রীরা। এতে নিরাপত্তাহীনতায় ভোগেন বলে অভিযোগ আবাসিক শিক্ষার্থীদের। এ ঘটনার পরদিন হল গেটে আন্দোলন করেন হলের অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী। অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে সাড়া দেননি তারা। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ছাত্রলীগের মেয়েদেরই বরং হেনস্থা করেছে তারা এবং সেটা ধামাচাপা দিতে উল্টো আন্দোলন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর