শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি

রাহাত খান, বরিশাল

বরিশালে সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যাবিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ ছয় বছরেও শেষ হয়নি। ২০১৭ সালে নির্মাণ শুরু হওয়া এই হাসপাতালের কাজ ২ বছরের মধ্যেই সম্পন্ন করার কথা ছিল। যথাসময়ে হাসপাতাল নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে বরিশালের শিশুরা। এ জন্য নির্মাণকারী কর্তৃপক্ষ আর ঠিকাদার একে অপরকে দায়ী করেছেন। যদিও তাদের দাবি, হাসপাতালের নির্মাণ কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা ৪৫টি। রোগীর চাপ থাকায় গড়ে ৩০০ শিশু চিকিৎসাধীন থাকে শেবাচিমের শিশু ওয়ার্ডে। এ কারণে সুচিকিৎসা বঞ্চিত হয় তারা। পোহাতে হয় চরম দুর্ভোগ। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. উত্তম কুমার জানান, বরিশালে শিশুদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল এখন সময়ের দাবি। যেটি নির্মিত হচ্ছে নগরীর আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পাশে। নির্ধারিত সময়ের আড়াই গুণ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তিনি দ্রুত বিশেষায়িত শিশু হাসপাতালটি নির্মাণ সম্পন্ন করে চিকিৎসার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, শেরেবাংলা মেডিকেলের শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে গড়ে ৩০০ রোগী চিকিৎসাধীন থাকে। এতে সব রোগী প্রত্যাশিত সেবা পায় না। নতুন বিশেষায়িত হাসপাতালটি চালু হলে শিশুদের চিকিৎসার সংকট কেটে যাবে। বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে হাসপাতাল নির্মাণ কাজে দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। তারপরও ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর ভবনটির দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। তবে কোনো গাফিলতি নয়, ভবনের নকশা পরিবর্তন এবং করোনার কারণে যথাসময়ে শিশু হাসপাতাল ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা যায়নি বলে জানিয়েছেন ঠিকাদার মো. সাইদুর রহমান রিন্টু। তার দাবি, ভবন নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন শেষ সময়ের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল ভবনের কাজ শেষ করে গণপূর্ত বিভাগকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। ২০১৭ সালে ১৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নগরীর আমানতগঞ্জে বক্ষব্যাধি হাসপাতালের পাশে ২০০ শয্যাবিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ২ বছরের মধ্যে এর কাজ শেষ করার কথা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর