শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকারের থাবা থেকে কারও রেহাই মিলছে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকারের থাবা থেকে কারও রেহাই মিলছে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার কাউকে মানুষ বলেই গণ্য করছে না। সরকারের থাবা থেকে দেশের একজন নোবেল বিজয়ীরও রেহাই মিলছে না। রিজভী বলেন, এক যুগের বেশি পার হলেও এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। গত ১৫ বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একটি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। দেশে সংঘটিত একটি অগ্নিকান্ডের ঘটনারও বিচার হয়নি। ব্যাংক খেকোদের বিচার হয়নি। অথচ ঠুনকো অভিযোগে একজন নোবেল লরিয়েটকে প্রায় প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে।

গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির এই মুখপাত্র বলেন, সরকারের দুঃশাসনে কারও রেহাই নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর