শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সুন্দরবন থেকে লোকালয়ে হরিণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবন থেকে লোকালয়ে হরিণ

খুলনার কয়রার সুন্দরবন-সংলগ্ন মহেশ্বরীপুর গ্রাম থেকে একটি হরিণ উদ্ধার হয়েছে। হরিণটি সুন্দরবন থেকে কোনোভাবে লোকালয়ে ঢুকে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করে। পরে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। জানা যায়, গতকাল সুন্দরবন-সংলগ্ন মহেশ্বরীপুর গ্রামের রাজা গাজীর মৎস্য ঘেরের রাস্তায় হরিণটি একটি জালে জড়িয়ে যায়। স্থানীয় যুবক সাইফুল বিষয়টি গ্রামবাসীকে জানান। একই সঙ্গে হরিণটির লোকালয়ে আসার খবর বানিয়াখালী স্টেশনের বনরক্ষীদের জানানো হয়। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে বনকর্মীরা সেখানে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করেন। পরে বনে অবমুক্ত করা হয়। মহেশ্বরীপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, হরিণটি দীর্ঘক্ষণ জালে আটকে থাকায় ক্লান্ত ছিল। জাল থেকে ছাড়ানোর সময় সে ভয় পাচ্ছিল। পরে গলায় গামছা পেঁচিয়ে হরিণটি উদ্ধার করে বনরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান জানান, মাঝেমধ্যে বাঘের তাড়া খেয়ে প্রাণের ভয়ে কিছু হরিণ পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। উদ্ধারের পর সুন্দরবনের অপেক্ষাকৃত নিরাপদ একটি স্থানে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর