শিরোনাম
শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নেত্রকোনায় মাদরাসা শিক্ষার্থীর ঢিলে মাথা ফাটল অষ্টম শ্রেণির ছাত্রের

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে স্কুলছাত্রীর মোবাইল নম্বর চাওয়াকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষার্থীর ছোড়া ঢিলে মাথা ফাটল মারুফ নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের। তবে এ ঘটনায় পরের দিন গতকাল পর্যন্তও থানায় কোনো মামলা-অভিযোগ করেনি স্কুল বা কোনো অভিভাবক। স্কুলের শিক্ষক, ছাত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, মদনের গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের এক নবম শ্রেণির শিক্ষার্থীকে একই গ্রামের আবদুর রাজ্জাকের মাদরাসা পড়ুয়া বখাটে ছেলে রাকিব প্রায় পথে উত্ত্যক্ত করত। এ নিয়ে একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফি নামে এক ছাত্র প্রতিবাদ করেছিল। এরই জেরে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠান চলাকালে স্কুলের সামনে রাফিকে মাদরাসা শিক্ষার্থী রাকিব ধাওয়া দিয়ে মারধর করে। পরে শিক্ষকরা জানতে পেরে রাফিকে উদ্ধার করে। এ ঘটনায় কিছুক্ষণ পর রাকিব অন্যদের নিয়ে অস্ত্র মহড়া দিতে থাকে এবং ঢিল ছোড়ে। এই ঢিলে এ স্কুলের একই গ্রামের রাফির বন্ধু মারুফের মাথায় আঘাত লেগে ফেটে যায়। ওই সময় স্কুলে ঐতিহাসিক ৭ মার্চের আয়োজন চলছিল। খবর পেয়ে মদন থানার পুলিশ স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, এক ছাত্রীর সঙ্গে তার এলাকার ছোট ভাইয়েরা যাওয়া আসা করত। এ নিয়ে তাদের সহপাঠীর সঙ্গে গিয়ে রাকিব তর্কবিতর্ক করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর