শিরোনাম
শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

লক্ষ্মীপুরে দরজা আটকে শিক্ষার্থীদের নকল দেন শিক্ষক, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বশিকপুর ডি এস ইউ কামিল মাদরাসায় দাখিল পরীক্ষা চলাকালীন নির্ধারিত সময়ের পরও পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২২ ফেব্রুয়ারির সাধারণ গণিত এবং ৩ মার্চ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার নির্দিষ্ট সময়ের পরও পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই ভিডিওটিতে দেখা যায়, সদর উপজেলার বশিকপুর ডি এস ইউ কামিল মাদরাসা কেন্দ্রে অতিরিক্ত সময়ে পরীক্ষা নেওয়ার দৃশ্য। ওই সময়ে ১টা ১৫ মিনিটেও পরীক্ষা নিতে দেখা গেছে। এ ছাড়া কয়েকটি কক্ষে শিক্ষকরা নিজ পকেট থেকে পরীক্ষার্থীদের হাতে বের করে দিচ্ছেন নকল। এমনকি মোবাইল ফোন দেখে শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন শিক্ষকরা। এ সময় একজন শিক্ষক দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, আরেকজন পরীক্ষার্থীদের বলে দিচ্ছেন। আবার কোনো কোনো কক্ষে দেখা মেলে শিক্ষকরা নিজেই ব্ল্যাক বোর্ডে উত্তর লিখে দিচ্ছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের নীতিমালানুযায়ী দাখিল পরীক্ষার কেন্দ্র কমিটিতে পাঁচজন সদস্য থাকার কথা। সেখানে কেন্দ্র সচিব হামিদুল ইসলাম নিজ ক্ষমতার অপব্যবহার করে ১০ জনকে নিয়ে কমিটি গঠন করেন। যারা পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহসহ নানা অনিয়মে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বশিকপুর মাদরাসার ১০টি কক্ষের মধ্যে আটটিতে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে সিসিটিভির ক্যামেরা রয়েছে তিনটিতে। অপর পাঁচটি কক্ষে সিসিটিভি ক্যামেরা নেই। সেগুলোতে অসুদপায় অবলম্বন করে পরীক্ষা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর